জাতীয়

ভারতের আরও ১৮৬ টন অক্সিজেন দেশে পৌঁছেছে

দেশে পৌঁছেছে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনে আরও ১৮৬ টন মেডিকেল অক্সিজেন (এলএমও)। বুধবার (১১ আগস্ট) ভারতের সাউথইস্টার্ন রেলওয়ের বরাত দিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করে।

ভারত থেকে সপ্তম চালানে ১৮৬ টন তরল অক্সিজেন নিয়ে মঙ্গলবার (১০ আগস্ট) ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি ভারতের টাটানগর থেকে ছেড়ে আসে। হাইকমিশন জানায়, অক্সিজেন বহনকারী ট্রেনটি বুধবার (১১ আগস্ট) বেনাপোল দিয়ে বাংলাদেশে পৌঁছেছে। এগুলো বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

ভারত থেকে গত ২৫ জুলাই ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ১০টি কনটেইনারে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে বাংলাদেশে পৌঁছায়। গত ২৮ জুলাই এবং ৩০ জুলাই দ্বিতীয় ও তৃতীয় চালানে আরও ২০০ টন করে তরল মেডিকেল অক্সিজেন দেশে আসে। এরপর চতুর্থ, পঞ্চম ও যষ্ঠ চালানে ১, ৫ এবং ৯ আগস্ট দেশে প্রতি চালানে আসে আরও ২০০ টন করে তরল অক্সিজেন। সর্বশেষ সপ্তম চালানে এল ১৮৬ টন অক্সিজেন।

এ নিয়ে এখন পর্যন্ত ভারত থেকে ৭ চালানে মোট ১ হাজার ৩৮৬ টন তরল অক্সিজেন বাংলাদেশে এসেছে।

Related Articles

Leave a Reply

Back to top button