সাহিত্য ও বিনোদন

রাজের বাসা থেকে দুটি গাড়ি জব্দ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসা থেকে হ্যারিয়ার ও র‌্যাব-৪ মডেলের দুটি গাড়ি জব্দ করেছে।

রোববার (৮ আগস্ট) রাতে রাজের বনানীর বাসায় তল্লাশি চালিয়ে গাড়ি দুটি জব্দ করেছে সিআইডি।

জব্দকৃত গাড়ি দুটি হচ্ছে, ঢাকা মেট্রো-গ-১৩-৪৬১৭ ও ঢাকা মেট্রো-ঘ-১৫-৬৪০১।

এর আগের দিন শনিবার রাতেও তার বাসায় তল্লাশি চালিয়ে রাজ গ্রুপ অব কোম্পানির প্রোফাইল বই, নজরুল ইসলাম রাজ কর্তৃক জালাল উদ্দিনের সাথে সম্পাদিত চুক্তিপত্র, দলিল, পাসপোর্টের ফটোকপি জব্দ করা হয়।

সোমবার (৯ আগস্ট) বিকেলে সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজের বাসা থেকে গতরাতে দুটি গাড়ি জব্দ করা হয়েছে। গাড়ি দুটি কীভাবে কেনা, কার নামে কেনা, কোথায় থেকে, কবে কেনা এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button