করোনাজাতীয়

দুই নির্দেশনায় অন্তঃসত্ত্বা নারীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তরের

টিকা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শে অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (৮ আগস্ট) অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের করোনার টিকা প্রদান সংস্ক্রান্ত দিক-নির্দেশনা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক স্মারক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির দুটি নির্দেশনায় বলা হয়েছে, টিকা নিতে হলে অবশ্যই সুরক্ষা প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে। সেই সাথে টিকা গ্রহণের পূর্বে কেন্দ্রে রেজিস্টার্ড চিকিৎসকের কাউন্সেলিংও নিতে হবে।

তবে, অন্তঃসত্ত্বা নারী টিকা প্রদানের দিন অসুস্থ থাকলে তাকে টিকা প্রদান করা হবে না। অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীকে করোনার টিকা প্রদান করা হবে না। কোনো অন্তঃসত্ত্বা নারীর ভ্যাকসিন অ্যালার্জির পূর্ব ইতিহাস থাকলে তাকে করোনার টিকা প্রদান করা হবে না। অন্তঃসত্ত্বা নারী যদি টিকার প্রথম ডোজ গ্রহণের পর এএফআই কেস হিসেবে শনাক্ত হন, তবে তাকে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে না। সম্মতিপত্রে টিকা গ্রহীতা/আইনানুগ অভিভাবক ও কাউন্সেলিং চিকিৎসকের স্বাক্ষর ছাড়া টিকা প্রদান করা হবে না।

টিকা নিতে ইচ্ছুক গর্ভবতী নারীকে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসক দিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে সব কিছু বোঝাতে হবে। সম্মতিপত্রে গর্ভবতী নারী ও কাউন্সেলরের (রেজিস্টার্ড চিকিৎসক) স্বাক্ষর নিয়ে তারপরই টিকা দিতে হবে।

অন্তঃসত্ত্বা নারীরা করোনার টিকা নিলে কোভিড-১৯-এ আক্রান্ত হওয়া ও এর ফলে সৃষ্ট জটিলতার ঝুঁকি অপেক্ষাকৃত কমে যায় এবং অন্তঃসত্ত্বা অবস্থায় ভ্যাকসিন নিলে কোভিড-১৯-এর গর্ভজনিত ঝুঁকির আশঙ্কা কম থাকে।

Related Articles

Leave a Reply

Back to top button