ক্রীড়াঙ্গন
টাইগারদের সিরিজ জয়কে এবার ‘চমক’ বলছে ভারতীয় মিডিয়া

অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ম্যাচের জয়কে আগের দিন ‘অঘটন’ হিসেবে তুলে ধরে ভারতীয় মিডিয়া।
আর এবার সিরিজ জয়কে আখ্যা দিল ‘চমক’ হিসেবে।
গতকাল ভারতের পশ্চিমবঙ্গের শীর্ষ দৈনিক ‘আনন্দবাজার পত্রিকা’ শিরোনাম করেছে, ‘বাংলাদেশের চমক, দুই ম্যাচ বাকি থাকতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ জয়’।
আনন্দবাজার পত্রিকা লিখেছে, সিরিজের এখনও দুই ম্যাচ বাকি। তার আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে গেল বাংলাদেশ। স্বপ্নের ফর্মে রয়েছে বাংলাদেশের ক্রিকেট।