আন্তর্জাতিক

জাতিসংঘের মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা, আটক ২

যুক্তরাষ্ট্রের পুলিশ, জাতিসংঘে নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুনকে হত্যার পরিকল্পনার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে। খবর: বিবিসি।

নিউইয়র্কে মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, তারা ভাড়া করা আঁততায়ীর মাধ্যমে ফিও হেইন হুত এবং ইয়ে হেইন যাউ নামের দুই মিয়ানমার নাগরিক রাষ্ট্রদূত চিয়াও মোয়ে তুনের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন। যাতে তিনি ওই পদ থেকে সরে দাঁড়ান।

গত পয়লা ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থান করার পর থেকে জাতিসংঘে নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূত সামরিক সরকারের কড়া সমালোচনা করে আসছেন। পরবর্তীতে তাকে বরখাস্ত করে সামরিক জান্তা। কিন্তু তিনি বিশ্ব দরবারে মিয়ানমারের বেসামরিক সরকারের প্রতিনিধিত্ব অব্যাহত রেখেছেন।

সর্বশেষ এই ঘটনার ব্যাপারে কোন মন্তব্য করেনি মিয়ানমারের সেনাবাহিনী।

Related Articles

Leave a Reply

Back to top button