আন্তর্জাতিক

কিমের মাথায় ব্যান্ডেজ!

উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের উনের মাথায় ছোট্ট ব্যান্ডেজ ও কালো একটি চিহ্ন নিয়ে, আবার নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। খবর: এনডিটিভির।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনকে নিউজ জানিয়েছে, ২৪ থেকে ২৭ জুলাই একটি সামরিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় উনের মাথার পেছনে ব্যান্ডেজ দেখা যায়। এর আগে ২৯ জুন দলের পলিটব্যুরোর বৈঠকে এবং ১১ জুলাই সঙ্গীত শিল্পীদের একটি অনুষ্ঠানে উনের মাথায় কোনো ব্যান্ডেজ বা চিহ্ন দেখা যায়নি। জুলাইয়ের শেষ দিকে আরেকটি অনুষ্ঠানে উনের মাথায় ব্যান্ডেজ দেখা যায়নি, তবে কালো একটি দাগ ছিল।

এর আগের মাস প্রায় পুরোটাই লোকচক্ষুর আড়ালে ছিলেন কিম। কিন্তু মে মাসের পর জুন মাসে যখন সামনে আসেন কিম, তখন তাকে অনেকটাই রোগা দেখা যায়।

তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিস বলছে, তাদের ধারণা কিমের স্বাস্থ্যের তেমন কোনও অস্বাভাবিক পরিবর্তন হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button