আন্তর্জাতিক

রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান।

রোহিঙ্গাদের পালিয়ে আসার মূল কারণ অনুসন্ধান করে তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
থাইল্যান্ডে দক্ষিণ-পূর্ব এশিয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচিও ছিলেন।
এ’সময় জাতিসংঘ মহাসচিব, বাংলাদেশে আশ্রয় নেয়া লাখো রোহিঙ্গা শরণার্থীর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ নিশ্চিত করা মিয়ানমারের দায়িত্ব এবং মিয়ানমারকেই তা করতে হবে।
রোহিঙ্গাদের যে অঞ্চলে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেই এলাকায় ত্রাণ কর্মীদের বাধাহীন প্রবেশেরও দাবি করেন জাতিসংঘ মহাসচিব।

Related Articles

Leave a Reply

Back to top button