জাতীয়

টাইগারদের সিরিজ জয়ে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর অভিনন্দন

এক ম্যাচ আগেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ১৮ জুলাই এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, টাইগারদের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করছি। সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দল, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি।

এদিকে, প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, হারারেতে রোববার (১৮ জুলাই) খেলার শুরুতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

জবাবে ১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৯ ওভার ১ বলে খরচ করে ৩ উইকেট হাতে রেখে সিরিজ সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button