জাতীয়

ডিসেম্বর ঢাকায় ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকায় চলতি বছরের ৪ ও ৫ ডিসেম্বর ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন’ করতে যাচ্ছে সরকার।

যেসব ব্যক্তি সত্যিকার অর্থে শান্তির জন্য কাজ করেছেন, সে ধরনের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, গায়কসহ বিভিন্ন গুণীজনদের এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। সেইসঙ্গে বঙ্গবন্ধু পুরস্কার প্রদানের বিষয়টিও বিবেচনায় রাখছে সরকার।

সোমবার (১২ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়ে বলেছেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশ জাতীয় পুরস্কার দিয়ে থাকে, যেমন- ভারতে গান্ধী পুরস্কার দেয়া হয়।’

শান্তি সম্মেলনে বঙ্গবন্ধুর নামে পুরস্কার দেয়া হবে কিনা, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ইউনেস্কোর সঙ্গে বঙ্গবন্ধুর নামে ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড দেয়ার বিষয়টি চলমান রয়েছে।’

সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘এখন রাষ্ট্র বা সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানোটা উদ্দেশ্য নয়। বরং শান্তির জন্য যারা সত্যিকার অর্থেই চেষ্টা করেছেন, তাদের জন্য একটি একটি মহাসম্মেলন হবে।’

ডিসেম্বর নাগাদ করোনা পরিস্থিতির উন্নতি হলে সম্মেলনটি সরাসরি করা হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button