করোনাজাতীয়

ঈদে কঠোর বিধিনিষেধ থাকবে কিনা জানা যাবে আজ

করোনা সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। চলমান এ লকডাউনের মাঝে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে, লকডাউনের সময় আবারও বাড়ানো হবে কিনা এ বিষয়ে সব মহলে আলোচনা-সমালোচনা বেড়েছে।

তবে এ বিষয়ে আজ সোমবার (১২ জুলাই) করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

রোববার (১১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলাপকালে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট চালুর বিষয়টি সরকারের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে আমার সুপরিকল্পিতভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, পশু কেনার জন্য ডিজিটাল হাটের পাশাপাশি সারাদেশে খোলা মাঠে পশুর হাট বসানো হবে। আগামী ১৫ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত এই ৬ দিন হাট বসবে।

হাটের সংখ্যা এবং ঈদ পালনে সাধারণ মানুষ বাড়ি যেতে পারবে কিনা, এসব বিষয়ে বিশেষজ্ঞ কমিটি যেভাবে সুপারিশ করবে সেভাবেই সরকার ব্যবস্থা নেবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button