খেলা

ঈশ্বর আমার জন্য এই জয় জমিয়ে রেখেছিলেন: মেসি

অবশেষে সব জল্পনা কল্পনা কাটিয়ে ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়েই কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলে নিলেন লিওনেল মেসির দল আর্জেন্টিনা। এবার ২৮ বছর পর বড় বিজয় তুলে নিলেন ম্যারাডোনার দেশ।

সারা বিশ্বেই ফুটবল প্রেমিদের মদ্ধে চলছিলো তুমুল উত্তেজনা। কেউ কারো দলকে হারতে দিতে রাজি নন। কিন্তু খেলায় হার জিত থাকবে, জিতবে একটি দল-ই এটাই স্বাভাবিক। আর সেই জয়ের ভাগটা গেলো আর্জেন্টিনা দলের কাছে।

২০১৪ বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা- টানা তিনটি আসরেই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু তিনবারই শিরোপা হাতছাড়া হয়েছে।

বাংলাদেশ সময় রবিবার সকালে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে বিজয় উল্লাসে মাতে আলবেসেলেস্তারা।

ম্যাচ শেষে লিওনেল মেসি বলেন, ‘আমার মনে হয়, ঈশ্বর আমার জন্য এই মুহূর্তটা জমিয়ে রেখেছিলেন। ব্রাজিলের মাটিতে ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকা জয় অসাধারণ অনুভূতি। লিওনেল স্কালোনি দুর্দান্ত কোচ। সে সবসময় জাতীয় দলের জন্য সেরাটা চেয়েছে। সে জানত কীভাবে একটা জয়ী দল গোছানো যায়। তার অবশ্যেই কৃতিত্ব প্রাপ্য।’

মেসি বলেন, ‘জাতীয় দলের হয়ে কিছু  জিততে না পারার ব্যর্থতা দূর করা আমার জন্য জরুরি ছিল। বেশ কয়েকবার আমি এর কাছাকাছি গিয়েছি। আমার মনে হয়, এর চেয়ে সেরা মুহূর্ত আর হতে পারে না।’

মারাকানার ফাইনালের আগে মেসির জন্মস্থান রোজারিওতে তার একটি দীর্ঘাকৃতির ভাস্কর্য উদ্বোধন করা হয়েছিল। সে সম্পর্কে মেসি বলেন, ‘তারা আমাকে জানিয়েছে যে, মানুষ সবখানে উদযাপন করছে। আমি রোজারিওর মানুষদের ধন্যবাদ জানাতে চাই, তারা ভাস্কর্যের মাধ্যমে আমাকে সম্মান দেখিয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button