করোনাজাতীয়

কাল থেকে সিনোফার্ম, পরশু মডার্নার টিকা প্রয়োগ শুরু

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে আমাগীকাল সোমবার (১২ জুলাই) থেকে সারা দেশে হাসপাতালগুলোতে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে। আর মঙ্গলবার থেকে শুরু হবে সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে কোভাক্সের মডার্নার টিকা প্রয়োগ।

রবিবার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজকের মধ্যেই সারা দেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেয়া হবে। আর গতকাল রাতেই সিটি করপোরেশনের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেয়া হয়েছে। আশা করছি, কাল সোমবার থেকে সারা দেশে সিনোফার্ম এবং পরশু থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারবো।

Related Articles

Leave a Reply

Back to top button