আন্তর্জাতিকজাতীয়

কলকাতায় জেএমবির ৩ জঙ্গি গ্রেফতার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জায়ামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশ। রবিবার সকালের দিকে দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

দেশটির সরকারি সংবাদ সংস্থা পিটিআই বলছে, শনিবার রাতে  দক্ষিণ কলকাতার হরিদেবপুর থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা জেএমবির সন্দেহভাজন এই তিন জঙ্গিকে গ্রেফতার করে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই বড় মাপের নেতা বলে অনুমান করা হচ্ছে। ধৃতরা সবাই বাংলাদেশ থেকে এ রাজ্যে এসেছে। তবে তারা কী কারণে এসেছিল? কোনও জঙ্গি হামলার পরিকল্পনা ছিল কি না, ওই সদস্যদের সঙ্গে আল কায়দা জঙ্গি গোষ্ঠীর কোনও সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

কলকাতা পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

[ সূত্র : আনন্দবাজার পত্রিকা অনলাইন ]

Related Articles

Leave a Reply

Back to top button