খেলা
কোপার ফাইনালে খেলতে পারছেন না জেসুস
কোপা আমেরিকার চলতি আসরে ফাইনালে খেলতে পারছেন না ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস।
দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল এক ব্বিৃতিতে জানিয়েছে, চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলের জয়ের ম্যাচটিতে লাল কার্ড দেখায়, জেসুসকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জেসুসকে ৫ হাজার টাকা জরিমানাও করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল।
এ নিষেধাজ্ঞার কারণে পেরুর বিপক্ষে গত সোমবার অনুষ্ঠিত সেমিফাইনালে ১-০ গোলের জয়ের ম্যাচটিতেও ছিলেন না তিনি। তার পরিবর্তে মূল একাদশে ডাক পেয়েছেন উইঙ্গার এভারটন।
চিলির বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগেনিও মেনাকে ফ্লাইয়িং কিক মারার কারণে লাল কার্ড দেখতে হয়েছে জেসুসকে। যদিও ম্যাচ শেষে জেসুস পুরো ঘটনাটিকে একটি দুর্ঘটনা উল্লেখ করে দু:খ প্রকাশ করেছেন।