অর্থ বাণিজ্য

বাংলাদেশের সাথে ভারতের ব্যাবসা বাড়ছে

অশুল্ক বাধাঁ কেটে যাচ্ছে বলেই বাংলাদেশের সাথে ভারতের ব্যাবসা বাড়ছে, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্র দুত রিভা গাঙ্গুলী এই সম্পর্ক আরো দৃঢ় করতে হবে রোবরার উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে সংগঠনটির প্রেসিডেন্ট ড. রুবানা হকের সাথে সৈজন্য স্বাক্ষাতকারে আসেন ভারতীয় হাই কমিশনার। ঘন্টব্যাপি বৈঠক করেন বিজিএমইএ কতৃপক্ষের সাথে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাই কমিশনার বলেন ভারত থেকে পোশাক খাতের প্রচুর কাঁচামাল আমদানি করে বাংলাদেশ অপর দিকে বাংলাদেশ থেকে প্রচুর পোশাক নিচ্ছে ভারত। তাই উভয় দেশের মাঝে দ্রুত সময়ে কি ভাব বানিজ্য বাড়ানো যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। বিজিএমইএ প্রেসিডেন্ট ড. রুবানা হক বলেন উভয় দেশের মাঝে অবকাঠামো সমস্যা রয়ে গেছে, সেগুলো সমাধানের উপায় খোজা হয়েছে বৈঠকে।

Related Articles

Leave a Reply

Back to top button