খেলা

বাফুফের হেড অফ মিডিয়া অমিত আর নেই

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অফ মিডিয়া আহসান আহমেদ অমিত (৪৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৩০ জুন) সন্ধ্যায় ৬টা ১০ মিনিটে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

আহসান আহমেদ অমিতের মৃত্যুতে ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ নির্বাহী কমিটির কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।

দীর্ঘ দিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে ভারতের চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

করোনা পরিস্থিতিতে বেশকিছু দিন অপেক্ষার পর গেল ২৪ জুন কিডনি প্রতিস্থাপনের জন্য অপারেশন হয় তার। ছয় দিনের মাথায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন আহসান আহমেদ অমিত।

Related Articles

Leave a Reply

Back to top button