সাহিত্য ও বিনোদন

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন

শ্বাসকষ্ট, জ্বর নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন বিখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী সঙ্গীতশিল্পী কবীর সুমন। খবর আনন্দবাজার পত্রিকার।

সোমবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি।

আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। এই মুহূর্তে অক্সিজেন দিতে হচ্ছে শিল্পীকে। অন্যান্য ওষুধও চলছে। সুমনের কোভিড-১৯ পরীক্ষাও করা হয়েছে। তবে রিপোর্ট এখনো আসেনি। ৭২ বছর বয়সী শিল্পীর বুকের এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button