জাতীয়
নুসরাত হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে আশা আইনমন্ত্রীর।

নুসরাত হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা করছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, নুসরাত হত্যা মামলাটি অবশ্যই গুরুত্বপূর্ণ মামলা। গুরুত্ব সহকারে মামলাটি শেষ করেছেন প্রসিকিউশন যারফলে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দৃষ্টান্ত হলো।
আইনমন্ত্রীর আশা, মামলাটি দ্রুত নিষ্পত্তি হওয়ার পাশপাশি আসামীদের দৃষ্টান্তমূলক সাজাও হবে।
আনিসুল হক বলেন, ডেথ রেফারেন্স প্রস্তুত হলে অ্যাটর্নি জেনাারেলের কার্যালয়কে নির্দেশ দিয়ে দ্রুত শুনানির উদ্যেগ নেয়া হবে।
আইনমন্ত্রী আরো জানান, যতদিন প্রয়োজন ততদিন নুসরাতের পরিবারকে নিরাপত্তা দেয়া হবে।
সাগর রুনি হত্যা মামলার তদন্ত কবে শেষ হবে এ প্রশ্ন মন্ত্রী বলেন, তদন্তে হস্তক্ষেপ করার সুযোগ নেই।