
আবারো গাজায় ইসরাইলের হামলা
যুদ্ধ বিরতির ২৫ দিনের মাথায়, ফিলিস্তিনের গাজায় আবারো বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। সূত্র: বিবিসি, এএফপি, আল-জাজিরার।
তেল আবিব জানিয়েছে, বুধবার (১৬ জুন) সকাল থেকে হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করে হামাসের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ফিলিস্তিনিরা জেরুজালেমে তাদের অধিকার এবং পবিত্র স্থানগুলো রক্ষা করবে।
ইসরায়েলের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গাজা থেকে ডিভাইসযুক্ত গ্যাস বেলুন পাঠানো হয়েছে। ওই বেলুনের কারণে অঞ্চলটিতে বেশ কিছু স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। গাজা সীমান্তবর্তী এলাকায় ২০টির মতো বেলুন ভূপাতিত করা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমানগুলো খান ইউনিস ও গাজা সিটিতে হামাস পরিচালিত বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গ্যাস বেলুন পাঠানোর প্রতিশোধ হিসেবেই এই হামলা চালিয়েছে তারা। দেশটির নতুন সরকার যুদ্ধসহ হামাসের সব ধরনের হামলার বিষয়ে আগে থেকেই প্রস্তুত ছিলেন।
এর আগে গত ২১ মে টানা ১১ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ওই সংঘাতে প্রায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু।