জাতীয়

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব

তথ্য ও সম্প্রচার, বাণিজ্য এবং মুক্তিযুদ্ধ -এ ৩ টি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৩০ মে) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতরের নিবন্ধক (অতিরিক্ত সচিব) মো. মকবুল হোসেন। তাকে সচিব পদে পদোন্নতি দেওয়ার পর এই নিয়োগ দেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button