জেলার খবর

কিশোরগঞ্জে হত্যা মামলায় ১২ জনের ফাঁসির দণ্ড।

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি হত্যা মামলায় ১২ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ৩। বিচারক মো. মনির কামাল এই দণ্ডের পাশাপাশি প্রত্যককে ২০ হাজার টাকা জরিমানারও আদেশ দিয়েছেন। বাজিতপুর থানার গোথালিয়ার মোবারক হোসেন ভূঁইয়া হত্যা মামলার
ফাঁসির দণ্ড পাওয়া আসামিরা হলেন, মো. মাহবুবুর রহমান ভুইয়া ওরফে মহুব, মোজাম্মেল হক ভুঁইয়া ওরফে বাদল ভুইয়া, আফজাল ভুঁইয়া, এমদাদুল হক ওরফে সিকরিত ভুঁইয়া, নয়ন ভুঁইয়া, ভুলন ভুঁইয়া ওরফে ভুলু, রুহুল আমিন, শিপন মিয়া, সুলতানা আক্তার, দেলোয়ার হোসেন, বিধান সন্নাসী ও নিলুফা আক্তার।
আসামীদের মধ্যে চারজন পলাতক। রায় ঘোষণা শেষে বিচারক আসামিদের সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আরো দুই আসামি পলাতক তাসলিমা আক্তার ও শামীম ওরফে ফয়সাল বিন রুহুলকে এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জয়নাল আবেদীন নামে একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় বিচারক খালাস দিয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, বাদী অ্যাডভোকেট মোজাম্মেল হক মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন ও প্রতিবন্ধী শিশু পাঠশালা নামের প্রতিষ্ঠানের সেক্রেটারি। হত্যার শিকার মোবারক হোসেন ভুঁইয়া ওই প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য। আসামিরা দীর্ঘদিন থেকে প্রতিবন্ধী ফাউন্ডেশনের বিরোধিতা করে আসছিলেন। ২০১৫ সালের ২২ অক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে ওই প্রতিষ্ঠানের সংস্কারমূলক কাজ করতে গেলে আসামিরা কাজ বন্ধ করে প্রতিষ্ঠানটি ভাঙচুর করতে যায়। এতে বাদী বাধা দিলে মোবারক হোসনকে হত্যা করা হয়।
ওই ঘটনায় ২০১৫ সালের ২২ অক্টোবর মোবারক হোসনের ছোট ভাই মোজাম্মেল হক ভুঁইয়া বাদী হয়ে বাজিতপুর থানায় মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Back to top button