রাজকূট
যুবলীগের বয়স সীমা ৫৫; চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি

শেষ পর্যন্ত অব্যাহতি দেয়া হলো যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে। রোববার সন্ধ্যায় গণভবনে যুবলীগ নেতাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে চয়ন ইসলামকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুবলীগ নেতৃত্বের ক্ষেত্রে বয়সীমা করা হয়েছে ৫৫ বছর। গণভবনে বৈঠক শুরু হয় বিকেল ৫টায়। তবে বৈঠকে যাননি চেয়ারম্যান ওমর ফারুক। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্তগুলো হয়। পরে বৈঠকের সিদ্ধান্ত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।