জাতীয়

যুবলীগ নেতাদের সাথে বিকেলে বসছেন প্রধানমন্ত্রী।

ক্যাসিনোকাণ্ডে ব্যাপক আলোচনায় থাকা আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের নেতাদের সাথে আজ বৈঠক করবেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৫টায় গণভবনে বৈঠকটি হওয়ার কথা। তবে ওই বৈঠকে চেয়ারম্যান ওমর ফারুক চেৌধুরী থাকবেন কি না তা নিশ্চত হওয়া যায়নি।
ক্যাসিনোকাণ্ডে যুবলীগের একাধিক নেতার নাম প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ হন দলের শীর্ষ নেতারা। আলোচনায় আসে যুবলীগের কমিটি ভেঙে দেয়ার প্রসঙ্গ। এ অবস্থায় ২৩ নভেম্বর সংগঠনটির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। নেতৃত্বে এবার কে আসছেন, তা নিয়ে আলোচনার পাশাপাশি সম্ভাব্য চেয়ারম্যান কোন বয়সী হবেন এ নিয় শুরু হয় নানা আলোচনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরইমধ্যে বলেছেন, যুবলীগ নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে যুবলীগে বয়সসীমার প্রসঙ্গটিও উঠবে।
যুবলীগের গঠনতন্ত্রে এখন সংগঠনের সদস্যভুক্তিতে কোনো বয়সসীমার উল্লেখ নেই। তবে বাংলাদেশের জাতীয় যুবনীতিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের যুবক হিসেবে ধরা হয়েছে।
বৈঠকে যুবলীগের গোটা কমিটিই নয় সাংগঠনিক সম্পাদক পর্যন্ত নেতাদের যেতে বলা হয়েছে। আজকের বৈঠকে সম্মেলন প্রস্তুতি, নেতৃত্ব বেছে নেয়ার প্রক্রিয়া নিয়ে যুবলীগ নেতাদের দিক নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button