করোনাজাতীয়

২৫ মে থেকে চীনের টিকার প্রথম ডোজ শুরু: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ২৫ মে থেকে চীনের টিকার (ভ্যাকসিন) প্রথম ডোজ দেওয়া শুরু হবে।

সোমবার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত, যুক্তরাজ্যের সঙ্গে কথা বলছি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য। প্রধানমন্ত্রী নিজেও চেষ্টা করেছেন। ভারতের কাছে অর্ডার আছে ৩ কোটি, পেয়েছি ৭০ লাখ। দ্বিতীয় ডোজ নিয়ে আমরা চিন্তিত।

তিনি বলেন, যেকোনো ভ্যাকসিন তৈরি করতে হলে ওষুধ প্রশাসনের আবেদন লাগে। যারা আবেদন করে তাদেরটা যাচাই-বাছাই করে। আমাদের সিদ্ধান্ত ক্রয়ও করব, প্রয়োজনে উৎপাদন করব। যাদের উৎপাদনের সক্ষমতা আছে তাদের এগিয়ে আসতে হবে। প্রথমে তাদের আবেদন দেখে আমাদের কাছে আসতে হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এখন আমরা আপতত ভ্যাকসিন অন্য দেশ থেকে কিনে আনার জন্য চেষ্টা করছি। উৎপাদন করতে আরও ৫/৬ মাস লাগতে পারে। কাজেই যত দ্রুত সম্ভব্য বিদেশ থেকে কিনে আনার জন্য চেষ্টা চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

Related Articles

Leave a Reply

Back to top button