জাতীয়

দ্রুততম সময়েই আবরার হত্যার নিখুঁত চার্জশিট: স্বরাষ্ট্রমন্ত্রী

বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যা মামলার অভিযোগপত্র দ্রুততম সময়ের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ‘এই মামলার নির্ভুল অভিযোগপত্র দেওয়ার ব্যবস্থা করেছি। দ্রুততম সময়ের মধ্যে আবরারের পরিবার যাতে ন্যায় বিচার পায় তার ব্যবস্থা করা হবে।’
শনিবার রাজধানীর এফডিসি মিলনায়তনে ‘সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার এগিয়ে চলছে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘আবরার হত্যায় আমরা বিস্মিত হয়েছি। কারণ, যারা হত্যার সঙ্গে জড়িতরাও বুয়েটের মেধাবী ছাত্র। তাদের মস্তিষ্ক বিকৃত হবে, তা ভাবতেও পারিনি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গীবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এখন দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। অনিয়ম ও মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে এগিয়ে চলছে বলেও জানান তিনি। বলেন, ‘আমরা কোনো সেক্টর বা এলাকার ওপর ভিত্তি করে অভিযান পরিচালনা করছি না। যেখানে অনিয়ম, দুর্নীতি হচ্ছে সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো দুর্নীতিবাজ ও দখলবাজ যাতে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি করতে না পারে সে জন্যই এই অভিযান চালানো হচ্ছে।’

Related Articles

Leave a Reply

Back to top button