জেলার খবর

চট্টগ্রামে ঘরের ভেতর বাবা-মেয়ের লাশ, আটক ৩।

চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকার একটি বাসার ঘরের ভিতর থেকে বাবা-মেয়ের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকান্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে নিহতের স্ত্রী, শ্যালিকা ও শ্যালিকার স্বামীকে ।
শনিবার বেলা সাড়ে এগারটার দিকে নিমতলার বুচুইক্যা কলোনির তিনতলা বাসার নিচতলা থেকে উদ্ধার করা হয় বাবা-মেয়ের মৃতদেহ। নিহতরা হলেন মো. আরিফ ও তার চার বছর বয়সী মেয়ে ফাতেমা।
পুলিশ জানিয়েছে, আরিফ পেশায় দিনমজুর। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাসায় গিয়ে তারা মৃতদেহ উদ্ধার করে তারা। দুজনের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মেয়ের মৃতদেহ বাসার খাটে এবং বাবা মেঝেতে পড়ে ছিল।
নিহতের স্ত্রী, শ্যালিকা ও শ্যালিকার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় রক্তমাখা ছোরা।

Related Articles

Leave a Reply

Back to top button