সাহিত্য ও বিনোদন

তৃণমূলের তারকা প্রার্থীদের জয়জয়কার

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজয়ী তারকাদের পাল্টাপাল্টি ফলাফলটা বেশ মজার।  সেখানে বিজেপির তারকা প্রার্থীদের একজন বাদে সকলেই হয়েছেন পরাজিত , অন্যদিকে তৃণমূলের তারকা প্রার্থীদের একজন বাদে সকলেই বিজয়ী।

সেখানে তৃণমূল বিজয়ী তারকাদের মধ্যে: জনপ্রিয় চিত্রনায়ক চিরঞ্জিত চক্রবর্তী ২৩ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন । পরিচালক রাজ চক্রবর্তী তৃণমূলের প্রার্থী হিসেবে উত্তর চব্বিশ পরগণার বারাকপুরে এগিয়ে আছেন। চণ্ডীপুর আসনে তৃণমূলের হয়ে জয়ী হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। টালিউড অভিনেত্রী জুন মালিয়া মেদেনিপুর আসন থেকে বিজয়ী। টেলিভিশন অভিনেত্রী লাভলী মৈত্র সোনারপুর দক্ষিণ আসন থেকে বিজয়ী হয়েছেন। টালিউডের কমেডিয়ান কাঞ্চন মল্লিক  বিজেপি প্রার্থী প্রাবাল ঘোষলকে হারিয়ে বিজয়ী হয়েছেন।রাজারহাট গোপালপুর বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী অদিতি মুন্সি।

তৃণমূলের একমাত্র পরাজিত তারকা :

আসানসোল দক্ষিণের তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষকে পরাজিত করে বিধানসভায় যাচ্ছেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল।

বিজেপির পরাজিত তারকারা : 

বেহালা পূর্বতে তৃণমূলের প্রার্থী রত্না চ্যাটার্জির সঙ্গে হেরেছেন বিজেপির প্রার্থী টালিউড অভিনেত্রী পায়েল সরকার। চুঁচুড়ায় বিধানসভার ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মজুমদারের সঙ্গে হেরে গেছেন লকেট চট্টোপাধ্যায়। স্বাতী খন্দকার, আগেও দু’বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। এবার তৃতীয়বারেও চণ্ডীতলায় জয়ের ধারা বজায় রাখলেন। তার বিপুল জয়ে হারলেন সিপিএমের হেভিওয়েট প্রার্থী মুহাম্মাদ সেলিম ও বিজেপির অভিনেতা প্রার্থী যশ দাশগুপ্ত। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার বিজেপির প্রার্থী হয়ে বেশ আলোচনায় ছিলেন। তবে তৃণমূলের শক্তিশালী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে হেরে গেছেন বিজেপির এই তারকা প্রার্থী। শ্রাবন্তী নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর চেয়ে ১৫ হাজারেরও বেশি ব্যবধানে পিছিয়ে পড়েছেন বিজেপির এ অভিনেত্রী।

বিজেপির একমাত্র জয়ী তারকা :

খড়়গপুর সদর কেন্দ্র থেকে জিতলেন বিজেপির তারকা প্রার্থী অভিনেতা হিরণ।

Related Articles

Leave a Reply

Back to top button