আন্তর্জাতিককরোনা

ভারতের হাসপাতালে ১০ মিলিয়ন ডলার সহায়তা বিনোদের

করোনায় বিপর্যস্ত ভারতের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহের জন্য ১০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ধন্যাঢ্য ব্যবসায়ী বিনোদ খোসলা।

স্থানীয় সময় রোববার (২ মে) টুইটারে বিনোদ খোসলা নিজেই এই সহায়তার কথা জানান।

টুইটারে তিনি জানিয়েছেন , ‘ভারতকে সহায়তার জন্য এটা যথেষ্ট নয়। আমরা ২০ হাজার অক্সিজেন কনসানট্রেটর, ১৫ হাজার সিলিন্ডার, ৫০০ আইসিইউ বেড, ১০০ ভেন্টিলেটর, ১০ হাজার শয্যার কোভিড সেন্টার চেয়ে প্রতিদিনই ভারতের অলাভজনক হাসপাতালগুলোর কাছ থেকে অনুরোধ পেয়ে আসছি। জরুরি ভিত্তিতে আমাদের আরও বেশিকিছু করতে হবে ভারতের জন্য।’

সান মাইক্রোসিস্টেমসের সহ-প্রতিষ্ঠাতা বিনোদ আরো জানিয়েছেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী খোসলা পরিবার গিভইন্ডিয়া প্লাটফর্মে ১০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে। আশা করছি অন্যরাও এতে অন্তর্ভুক্ত হবেন। সেখানে অনেক বেশি সহায়তার প্রয়োজন এবং একদিন দেরি হওয়া মানেই অনেক মানুষের মৃত্যু। অক্সিজেন ছাড়া প্রতিটি হাসপাতলে রোগীদের মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে।’

 

Related Articles

Leave a Reply

Back to top button