আন্তর্জাতিকসাহিত্য ও বিনোদন

হেরে গেলেন সায়নী ও পায়েল

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণের তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষকে পরাজিত করে বিধানসভায় যাচ্ছেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। আর তৃণমূলের প্রার্থী রত্না চ্যাটার্জির সঙ্গে হেরেছেন বিজেপির প্রার্থী টালিউড অভিনেত্রী পায়েল সরকার। অন্যদিকে টালিউডের তারকা বিজেপির আলোচিত প্রার্থী শ্রাবন্তী তৃণমূল কংগ্রেস প্রার্থীর চেয়ে ১৫ হাজারেরও বেশি ব্যবধানে পিছিয়ে পড়েছেন।

এবারের নির্বাচন সেলেব প্রার্থীদের জন্য হয়ে উঠেছিল নজরকাড়া।

বেহালা পূর্বতে তৃণমূলের প্রার্থী রত্না চ্যাটার্জি ১৩ হাজার ৯৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিজেপির প্রার্থী টালিউড অভিনেত্রী পায়েল সরকার পেয়েছেন ১২ হাজার ৬৪০ ভোট। এছাড়া চুঁচুড়ায় বিধানসভার ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মজুমদারের সঙ্গে হেরে গিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। ৫৭ হাজার ৮৯১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। আর লকেট চট্টোপাধ্যায় পেয়েছেন ৫৪ হাজার ৮২৯ ভোট।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর চেয়ে ১৫ হাজারেরও বেশি ব্যবধানে পিছিয়ে পড়েছেন টালিউডের তারকা বিজেপির আলোচিত প্রার্থী শ্রাবন্তী।

Related Articles

Leave a Reply

Back to top button