জাতীয়প্রবাসে

যুক্তরাষ্ট্রে বোমা বিস্ফোরণের চেষ্টায় বাংলাদেশি আকায়েদের যাবজ্জীবন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি সাবওয়ে স্টেশনে বোমা বিস্ফোরণের চেষ্টায় অভিযুক্ত বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ম্যানহাটন ফেডারেল আদালতের বিচারক রিচার্ড যে সুলিভান আকায়েদ উল্লাহর যাবজ্জীবন শাস্তির রায় দেন।

এ সময় সুলিভান বলেন, তার অপরাধ জঘন্য ও বর্বরোচিত হওয়ায় যাবজ্জীবন শাস্তি হওয়াই যথার্থ।

২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে আকায়েদ উল্লাহ ঘরে তৈরি পাইপ বোমা নিয়ে নিউইয়র্কের এইটিনথ অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে বিস্ফোরণের চেষ্টা চালান। কিন্তু বোমাটি পুরোপুরি না ফাটায় ওই ঘটনায় চারজন আহত হন। পরের বছর গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার, গণপরিবহন ব্যবস্থায় বোমা বিস্ফোরণ এবং জঙ্গিগোষ্ঠী আইএসকে সহযোগিতার দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছ।

তবে সাজা ঘোষণার আগে অপরাধের জন্য ক্ষমা চেয়ে আকায়েদ উল্লাহ বলেন, আমি অত্যন্ত দু:খিত। আমি যা করেছি তা ভুল ছিল।

Related Articles

Leave a Reply

Back to top button