কোচ হিথ স্ট্রিককে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি
দুর্নীতির দায়ে ৮ বছরের জন্য জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিককে নিষিদ্ধ করেছে আইসিসি। মূলত দলের আভ্যন্তরীণ তথ্য জুয়াড়িদের কাছে পাচারের অভিযোগে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি তার বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দিয়েছে।
গতকাল বুধবার এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে আইসিসি।
সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৬ থেকে ২০১৮ সালে জিম্বাবুয়ে ঘরোয়া আসরের বেশ কিছু দলের দায়িত্ব পালন করে হিথ স্ট্রিক। এসময়ে বেশ কিছু ম্যাচ নিয়ে তার বিরুদ্ধে তদন্ত হয়। এছাড়া বিপিএল, আইপিএল ও এপিএলের কিছু ম্যাচ নিয়েও তদন্ত হয়।
আইসিসির দুর্নীতি দমন নীতিমালার ৫টি ধারা ভঙ্গের অভিযোগ স্বীকার করে নেয়ার পরই তাকে এ শাস্তি দেয়া হয়।
অভিযোগে বলা হয়, একজন জাতীয় দলের অধিনায়কসহ অন্তত ৪ জন ক্রিকেটারকে জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন স্ট্রিক। শুরুতে তিনি এ অভিযোগ অস্বীকার করলেও পরে স্বীকার করে নেন।
নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২৯ সালের ২৮ মার্চ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পারবেন স্ট্রিক।