আন্তর্জাতিকজাতীয়

‘সেন্ট্রাল ফ্লোরিডায় দু’দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন’

“বঙ্গবন্ধু ও বাংলাদেশ কে কোন ভাবেই আলাদা করা যায় না, বঙ্গবন্ধু মানেই স্বাধীন বাংলাদেশ, সময়ের আলোকে বিশ্ববাসীর কাছে বঙ্গবন্ধু আজ শুধু সম্মানিত নয় অনুকরণ ও অনুসরণীয় বটে ” বলেছেন আমির হোসেন আমু।

গত ২৬ মার্চ শনিবার রাত ৮ টায়, সেন্ত্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের দু’দিনব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপনের প্রথম দিনের ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সভাপতি আসিফ কাজীর সভাপতিত্বে ও সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেন্টু ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উল্লাহ লিটনের যৌথ পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান বলেন, জাতি হিসেবে আমরা গর্বিত, আমাদের দেশ অনেক এগিয়ে গেছে সকালের প্রচেষ্টায়। এ উন্নয়ন ধরে রাখতে হবে। বাংলাদেশের বর্তমান সরকার উন্নয়নের মাধ্যমে পৃথিবীর কাছে বাংলাদেশকে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দাঁড় করিয়েছেন। পদ-পদবি সাময়িক, সবাইকে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

আরও বক্তব্য রাখেন, সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ এর উপদেষ্টা ডাক্তার নুরুল আমিন, ডাক্তার মুরাদ খান ঠাকুর, ডাক্তার সিরাজুল ইসলাম, প্রকৌশলী ইকবাল হায়দার, মামুনুল আজম, শামীম মৃধা, জয়নাল চৌধুরী, জালাল চৌধুরী নেপচুন, আব্দুল জলিল, মাসুম সৈয়দ, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর সরদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উল্লাহ লিটন, সাংগঠনিক সম্পাদক বাহার হোসেন, অর্থ সম্পাদক মুরাদ হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ শফি, সাংবাদিক জুয়েল সাদাত, মিজান সবুজ, জালাল মৃধা প্রমুখ।

রাত ৮ টায় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয় স্হানীয় সেনফর্ড সিভিক সেন্টার হল রুমে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নতুন প্রজন্মের ৪-১৩ বছরের শিশুরা অংশগ্রহণ করে। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় শিশুরা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, শেখ রেহেনা, ক্রিকেটার সাকিব, মুশফিক, বাঙালী বধূ সহ নানান সাজে ফুটিয়ে তুলে বাংলাদেশকে।

অনুষ্ঠানের মধ্যখানে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কে স্মরণ করে রাখার জন্য সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ লাল-সবুজ কাপড়ের মঞ্চ ও ৩০ ফুট বড় ব্যানারসহ নানাভাবে দেশকে ফুটিয়ে তোলে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই তারকা রোকসানা মির্জা এবং সংগীত শিল্পী স্বপন অধিকারী।

Related Articles

Leave a Reply

Back to top button