অর্থ বাণিজ্য

সহসাই কমছে না পেঁয়াজের দাম

সহসাই কমছে না পেঁয়াজের দর। এ অবস্থায় ধৈর্য্য ধরতে বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, দেখুন প্রধানমন্ত্রী নিজেও বলেছেন আমাদের সাধারন মানুষদের একটু ধৈর্য ধরতে হবে। হয়তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণে একটু সময় লাগবে। তবে আমরা যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

মন্ত্রী বলেন, ‌’পেঁয়াজের দাম ইস্যুতে এখন আমরা শক্ত অবস্থানে যাব। কারণ ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার কথা নয়। আমাদের পেঁয়াজের প্রধান উৎস ভারত থেকে পেঁয়াজের আমদানি যখন বন্ধ হয় তার কমপক্ষে পাঁচ ছয় দিন পরে ঘাটতি সৃষ্টি হওয়ার কথা। কিন্তু আমরা যেটা দেখলাম ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ পেঁয়াজের দাম বেড়ে গেলো।’
দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীদের কারসাজিকেও দায়ী করেছেন মন্ত্রী। টিপু মুনশী বলেন,’ ব্যবসায়ীরা ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার বিষয়টিকে পুঁজি করে নিয়েছে। আমদানি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশে যা স্টক ছিল সেটা কাজে লাগালে পেঁয়াজের দাম বাড়তো না।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশে পেঁয়াজের বাজার গুলো এবং স্টক কতটুকু কোথায় কিভাবে আছে সেটা দেখার জন্য দশটি কমিটি করে দিয়েছিলাম। আমি কয়েকদিন বিদেশে ছিলাম, আজকে সকালে এসেছি। আমি আজই এই কমিটিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করব।’
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারা বলেছে এ মাসের শেষ নাগাদ তাদের দেশ থেকে পেঁয়াজ আমাদেরকে দেবার চেষ্টা করবে। তবে আমি যতদূর জানি ভারতীয় বাজারেও পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে। সেখানেও ৬০ থেকে ৭০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা যাতে সাধারণ মানুষকে জিম্মি করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেয়ার কথাও জানান বাণিজ্যমন্ত্রী ‌।

Related Articles

Leave a Reply

Back to top button