করোনাজাতীয়

সব জামিনের মেয়াদ বাড়ল দুই সপ্তাহ

আগামী দুই সপ্তাহের জন্য, দেশের সব আদালতে যেসব জামিন প্রদান করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে সেসব জামিন ও আদেশের মেয়াদ বাড়ানো হয়েছে।

রোববার (৪ মার্চ) হাইকোর্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউন তথা কঠোর বিধিনিষেধের প্রেক্ষাপটে আগামী দুই সপ্তাহের জন্য এই মেয়াদ বাড়ানো হয়েছে।

সেইসঙ্গে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম সীমিত করা হয়েছে।

অন্যান্য অধস্তন আদালত ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে একজন ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যবিধি অনুসরণ করে দায়িত্বপালন করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button