করোনাজাতীয়

করোনায় আক্রান্ত সাংসদ চুমকি

করোনায় আক্রান্ত হয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।

বিবার (৪ এপ্রিল) দুপুরে, মেহের আফরোজ চুমকির করোনা আক্রান্তের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মো. মাজেদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, করোনা উপসর্গ নিয়ে কয়েকদিন ধরে ভুগছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। শুক্রবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরদিন শনিবার নমুনা পরীক্ষার ফলে তার পজিটিভ আসে। তখন থেকেই তিনি ঢাকায় হোম আইসোলেশনে থেকে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে আছেন।

তিনি শারীরিকভাবে এখন সুস্থ আছেন।

Related Articles

Leave a Reply

Back to top button