জাতীয়

ফের কারাগারে সম্রাট

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আবার ফেরত নেওয়া হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে তাকে কারাগারে নেওয়া হয়।
এর আগে, সকালের দিকে মেডিক্যাল বোর্ডের সব সদস্য সম্রাটকে দেখেন। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
পরে, সকাল সোয়া ১১টার দিকে সম্রাটকে নিয়ে কারাগারের পথে রওয়ানা হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গত বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় বুকে ব্যাথার কারনে সম্রাটকে কারাগার থেকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়া হয়। পরে, ঢামেক চিকিৎসকদের পরামর্শে তাকে এনআইসিভিডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আটকের পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত।

Related Articles

Leave a Reply

Back to top button