রাজকূট

বাংলাদেশ ও ভারত নিয়ে আবরারের শেষ ফেসবুক স্ট্যাটাস।

বুয়েটের ছাত্র আবরার প্রায় সময় দেশ ও দেশের বাইরের বিভিন্ন সমস্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানাধরণের স্ট্যাটাস দিতেন । সেগুলো নিয়ে নানা রকম মন্তব্যও করতেন আবরার।

আবরার তার ফেসবুকে গত ৫ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে এক পোস্টে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কিছু কথা লিখেন । সেই পোস্টটি নিচে তুলে ধরা হলো:

১. (১৯)৪৭ এ দেশভাগের পর দেশের পশ্চিমাংশে কোন সমুদ্রবন্দর ছিল না। তৎকালীন সরকার ৬ মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করল। কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিছিলো। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সে(ই) মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে।

২. কাবেরি নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাড়ি আর তামিলদের কামড়াকামড়ি কয়েকবছর আগে শিরোনাম হয়েছিল। যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চাই(য়) না সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে দেড় লাখ কিউবিক মিটার পানি দিব।

৩. কয়েকবছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তরভারত কয়লা-পাথর রপ্তানি বন্ধ করেছে অথচ আমরা তাদের গ্যাস দিব। যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে সেখানে নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাব।

হয়তো এ সুখের খোঁজেই কবি লিখেছেন-

“পরের কারণে স্বার্থ দিয়া বলি

এ জীবন মন সকলি দাও,

তার মত সুখ কোথাও কি আছে

আপনার কথা ভুলিয়া যাও।”

Related Articles

Leave a Reply

Back to top button