জাতীয়

আইসিইউ রোগীদের কেউ আগুনে পুড়ে মারা যাননি: ঢামেক পরিচালক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত তিনজনের কেউ আগুন পুড়ে কিংবা ধোঁয়ায় মারা যাননি।

বুধবার (১৭ মার্চ) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ঢামেক পরিচালক বলেন, আগুনে পুড়ে বা ধোঁয়ায় কেউ মারা যাননি। মুমূর্ষু রোগীরা লাইফ সাপোর্ট থাকেন। আগুন লাগার পর অন্য জায়গায় স্থানান্তরের পর চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যান।

তিনি আরও বলেন, রোগীদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। ঢামেক করোনা ইউনিটের আইসিইউতে ১৪ জন রোগী ছিলেন, বাকিদের অবস্থা ভালো। আগুনে পুড়ে কারও মৃত্যু হয়নি। চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। স্থানান্তরের সময় কারও অক্সিজেন বন্ধ করা হয়নি বলেও দাবি করেন তিনি।

এর আগে বুধবার (১৭ মার্চ) সকালে নতুন ভবনের করোনা ইউনিটে কোভিড আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন আইসিইউতে যত রোগী ছিলেন সবাইকে সরিয়ে ফেলা হয়। তাদেরকে পুরোনো বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনের সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

এ ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Back to top button