জাতীয়

আলুর ক্ষেতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

একটি প্রশিক্ষণ বিমান বিকল হয়ে, রাজশাহীর লালপুরে আলু ক্ষেতে জরুরি অবতরণ করেছে। এতে অক্ষত রয়েছে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে উপজেলার লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করলে এলাকাবাসী ছুটে যায়। সেখানে গিয়ে তারা দুজনকে উদ্ধার করে। বিমানটিতে দুজন আরোহী ছিলেন। তারা অক্ষত আছেন।

Related Articles

Leave a Reply

Back to top button