খেলা

সিলেটে নারী ক্রিকেট শুরু আজ

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আনুষ্ঠানিকভাবে শুরু হবে পহেলা এপ্রিল। তবে এর আগে আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট দিয়ে শুরু হচ্ছে গেমস।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ক্রিকেট ইভেন্ট উদ্বোধনের পরে শুরু হবে নারীদের ক্রিকেটে প্রথম দিনের ম্যাচ। এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ লাল দল ও নীল দল।

বাংলাদেশ গেমসে অংশ নিতে যাওয়া তিনটি নারী দলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডগুলো বাংলাদেশ নারী জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দল নিয়ে গঠিত হয়েছে। বাংলাদেশ লাল, বাংলাদেশ সবুজ ও বাংলাদেশ নীল নামে দলগুলো গেমসে অংশ নিবে।

প্রতিটি দল দু’টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব সামনে থাকায় প্রস্তুতির সুবিধার্থে ৫০ ওভারেই হচ্ছে এবারের ম্যাচগুলো। সেরা দুই দল ফাইনাল খেলবে। আগামী ১২ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিবর্ষের’ অংশ হিসেবে এবারের আসর ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’ নামে অনুষ্ঠিত হচ্ছে। আসরের সিডিউল গত বছর থাকলেও করোনা পরবর্তী পরিস্থিতির কারনে পিছিয়ে আগামী ১ এপ্রিল থেকে এর যাত্রা শুরু হবে।

Related Articles

Leave a Reply

Back to top button