সাহিত্য ও বিনোদন

মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল

বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল মা হতে যাচ্ছেন।

ফেসবুকে বেবি বাম্পের একটি ছবি শেয়ার করে তিনি নতুন অতিথি আসার ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেবি বাম্পের ছবিতে দেখা যাচ্ছে তিনি সাগরিকা পাড়ের ছবি প্রিন্টের একটি পোশাক পরে আছেন।

ক্যাপশনে লিখেছেন- ‘ছোট্ট শিলাদিত্য আসছে! আমি এবং শিলাদিত্য আনন্দের সঙ্গে আপনাদের সবাইকে এ সংবাদটি জানাচ্ছি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা চাই।’

খবরটি জানানোর পর ভক্তদের শুভ কামনায় ভাসছেন এ শিল্পী।

প্রসঙ্গত, মাত্র ১৬ বছর বয়সে ভারতের সংগীত বিষয়ক টিভি রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে গানের জগতে পা রাখেন শ্রেয়া ঘোষাল। ২০০২ সালে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে প্লেব্যাক শুরু করেন তিনি। এরপর ৬বার ফিল্মফেয়ার জিতেছেন জনপ্রিয় এ সংগীত শিল্পী।

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ছোটবেলার বন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল।

Related Articles

Leave a Reply

Back to top button