জাতীয়

দুদকের নতুন চেয়ারম্যান মঈনউদ্দীন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর চেয়ারম্যান পদে, কৃষি মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে নিয়োগ দিয়েছে সরকার।

সেই সঙ্গে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক বিচারক ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান জহুরুল হককে কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার এএফএম আমিনুল ইসলামের চাকরির মেয়াদ ১৩ মার্চ শেষ হবে। মঈনউদ্দীন আবদুল্লাহ ও জহুরুল হক তাদের স্থলাভিষিক্ত হচ্ছেন। তাদের মেয়াদকাল হবে পাঁচ বছর।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুদক চেয়ারম্যান হিসাবে মঈনউদ্দীন আবদুল্লাহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের বেতন ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা দেওয়া হয়েছে। কমিশনার হিসাবে জহুরুল হকের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমান।

মঈনউদ্দীন আবদুল্লাহ, ২০১৮ সালের ১৮ আগস্ট কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব থাকার সময় অবসরে যান। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। তারও আগে ঢাকার বিভাগীয় কমিশনার ছিলেন তিনি। ২০১৯ সালের ১ জুলাই তিন বছরের জন্য তিনি পিকেএসএফ-এ ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান মঈনউদ্দীন আবদুল্লাহ।

Related Articles

Leave a Reply

Back to top button