জাতীয়রাজনীতি

নিউজ নাউ বাংলা’র ব্যবস্থাপনা পরিচালক ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমানা বাবু’র জন্মদিন আজ

নিউজ নাউ বাংলা.কম এর ব্যবস্থাপনা পরিচালক ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র ৫২ তম জন্মদিন আজ। ১৯৬৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন এই কৃতি সন্তান।
শীতবস্ত্র বিতরণ
স্কুলজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুল ছাত্রলীগের সভাপতি ও ঢাকা কলেজ ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ সভাপতিও ছিলেন। এছাড়া বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদে ছিলেন। ২০১৯ সালে নভেম্বর মাস থেকে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে যুক্ত হন তিনি।
শীতবস্ত্র বিতরণ
তার শ্রম ও সহানুভূতির কথা সব নেতৃবৃন্দের মুখে। করোনা মহামারীর পরিস্থিতিতেও তিনি ঘরে বসে থাকেননি। করোনার সময়ে সারা দেশ ব্যাপী চালিয়েছেন সেবামূলক কার্যক্রম। এম্বুলেন্সের ব্যবস্থা, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, ত্রাণ বিতরণ, শীতে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন নিজে গিয়ে। এক সময় আফজালুর রহমান বাবু স্বস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে পড়েন। তবুও থেমে থাকেননি তিনি, সুস্থ হয়ে ফিরে আবারো সেবামূলক কাজ চালিয়ে যান।
ব্যক্তিগত জীবনে আফজাল বাবু এক ছেলে ও এক মেয়ের বাবা। আফজাল বাবুর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।
রাজনীতির পাশাপাশি তিনি নিউজ নাউ বাংলার ব্যবস্থাপনা পরিচালক। এখানকার কর্মীদের জন্য আফজালুর রহমান বাবু বেশ আন্তরিক।
তার জন্মদিনে নিউজ নাউ বাংলার সম্পাদক শামীমা দোলা বলেন, আমাদের প্রতিষ্ঠানের একজন অভিভাবক হচ্ছেন বাবু ভাই। যে কোনো সমস্যার কথা বললে সহজেই তার কাছে সমাধান পাওয়া যায়। মানুষ হিসেবেও তিনি খুব আন্তরিক। তার জন্মদিনে আমি তার সুস্থ ও সুন্দর জীবনের কামণা করি।

Related Articles

Leave a Reply

Back to top button