রাজকূট

আগামীতে ইউপি নির্বাচনে অংশ নেবে না বিএনপি: ফখরুল

পৌর নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে আগামীতে সকল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলগতভাবে অংশ না নেয়ায় সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

মহাসচিব বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার, বিভিন্ন উপজেলা পরিষদের উপনির্বাচন ও সকল পৌরসভা নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপ এবং নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চরম ব্যর্থতা লক্ষ্য করা গেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই চরম প্রতিকূল অবস্থায় স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনগুলোতে এটা প্রমাণিত হয়েছে যে, এই নির্বাচন কমিশন কোনও নির্বাচনই নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের যোগ্য নয়। সরকারের এজেন্ডা বাস্তবায়ন করাই তাদের প্রধান কাজ।’

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের বিরোধিতা বিএনপি সবসময়ই করেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে আগামীতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘আজ দুপুরে ছাত্রদলের পুলিশ অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এতে অনেক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ঘটনার মধ্য দিয়ে এটা আবারও প্রমাণ দিল, সরকার মতপ্রকাশের স্বাধীনতা দিতে নারাজ।’

Related Articles

Leave a Reply

Back to top button