জাতীয়

উদ্ধারকৃত রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য নয় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আন্দামান সাগর থেকে উদ্ধার হওয়া ৮১ রোহিঙ্গাকে বাংলাদেশ ফেরত নিতে বাধ্য নয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

শুক্রবার ভারতীয় কর্মকর্তারা জানান, আন্দামান সাগরে একটি মাছ ধরার নৌকা থেকে ৮ জন মৃতসহ ৮১ রোহিঙ্গাকে উদ্ধার করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে ভারত।

এ বিষয়ে আব্দুল মোমেন বলেছেন, তারা বাংলাদেশি নন এবং প্রকৃতপক্ষে তারা মিয়ানমারের নাগরিক। বাংলাদেশের সমুদ্র অঞ্চল থেকে এক হাজার ৭০০ কিলোমিটার দূরে তাদের পাওয়া গেছে এবং তাদের ফেরত নিতে আমাদের বাধ্যবাধকতা নেই। বাংলাদেশ আশা করছে, ভারত অথবা মিয়ানমার তাদের ফেরত নেবে।

মোমেনের কথায়, তাদের (রোহিঙ্গাদের) ভারতীয় অঞ্চল থেকে ১৪৭ কিলোমিটার এবং মিয়ানমার থেকে ৩২৪ কিলোমিটার দূরে দূরে অবস্থান ছিল।

রয়টার্সকে মোমেন টেলিফোনে আরও বলেছেন, অন্যন্য দেশ এবং সংস্থাদের রোহিঙ্গাদের দায়িত্ব নেওয়া উচিত।

এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই সপ্তাহ আগে মালয়েশিয়ায় পৌঁছানোর আশায় বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে যাত্রা শুরু করা রোহিঙ্গা বোঝাই নৌকাটি আন্দামান সাগরের আন্তর্জাতিক জলসীমায় ভাসছিল।

নৌযানটিতে ৫৬ জন নারী এবং ২১ জন পুরুষ ও পাঁচ জন শিশু ছিল। এদের মধ্যে আট জন মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button