ক্রীড়াঙ্গন
৪৮ ঘণ্টা পর মুক্ত বাতাসে তামিম-মুশফিকরা

টানা প্রায় ৪৮ ঘণ্টা পর প্রথমবারের মতো হোটেল রুমের বাইরে বের হওয়ার সুযোগ পেলেন তামিম-মুশফিক-রিয়াদ-সৌম্য-তাসকিনরা।
গত বুধবার বাংলাদেশ সময় সকালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পা রেখেছে টিম বাংলাদেশ। এরপর থেকেই চলছিল কড়াকড়ি হোম কোয়ারেন্টিন। টানা প্রায় ৪৮ ঘণ্টা গৃহবন্দি থাকার পর একজন আরেকজনের মুখ দেখলো, পেলো মুক্ত বাতাস।
স্থানীয় সময় শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) তারা হোটেল রুমের বাইরে বের হওয়ার সুযোগ পায়। প্রথম দুদিন যে যার রুমে বন্দি ছিলেন। নিজের রুমও নিজেকেই পরিষ্কার করতে হয়েছে। দরজার বাইরে থেকে খাবার নিয়ে একা একাই খেতে হয়েছে। তবে করোনা পরীক্ষায় সবার নেগেটিভ আসায় শুক্রবার স্বাস্থবিধি মেনে ৩-৪০ মিনিট করে ক্রিকেটাররা হাঁটার সুযোগ পেয়েছেন।