জাতীয়

প্রধানমন্ত্রী’র সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় আজ শনিবার সংবাদ সম্মেলনে করবেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) প্রেস সচিব ইহ্সানুল করিম সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী বিকেল ৪টায় গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হবেন।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, কোন দেশ পরপর দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদণ্ড পূরণে সক্ষম হলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায়। বাংলাদেশ দ্বিতীয় বারের মতো মানদণ্ডগুলো অর্জন করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button