অন্য খবর
নতুন ঠিকানায়, নতুন পরিচয়ে পায়েল

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনী হাওয়ায় ‘বামপন্থি’ হিসেবে পরিচিত টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ গেল বুধবার যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।
শুধু সায়নীই নন, একইদিন জুন মালিয়া, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, মানালি দে, সুদেষ্ণা রায়ের মতো পরিচিত মুখ, এমনকি ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারিও তৃণমূলের রাজনীতিতে নাম লিখিয়েছেন।
তবে পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য কঠিন পথটাকেই বেছে নিলেন অনেক টলি অভিনেত্রী পায়েল সরকার। তিনি বিজেপিতে যোগদান করেছেন।
পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পায়েলের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়েছেন। এসময় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা উপস্থিত ছিলেন।