জাতীয়

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক যাত্রী।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রশীদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) এনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। হাসপাতালে নেয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা মিলে লাশগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন, তার নাম ডা. ইমরান খান। তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার বিকেলে স্ত্রীর বিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে স্ত্রীকে নিয়ে ঢাকায় আসছিলেন তিনি। তার চিকিৎসক স্ত্রী ডা. অন্তরাও গুরুতর আহত অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button