খেলা

তামিমার ‘গোমর’ ফাঁস করলেন সুবাহ

জাতীয় দলের ক্রিকেটের নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তামীমা বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সাবেক স্বামী রাবিককে তালাক দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছেন তিনি।

তবে নাসিরের সাবেক প্রেমিকা হুমায়রা সুবাহ, সোশ্যাল মিডিয়ায় জানান, সংবাদ সম্মেলনে তামিমা ২০১৭ সালে বিয়ে বিচ্ছেদের কথা জানালেও ২০১৮ তে তামিমার পাসপোর্টে দেখা যায় তামিমার স্বামীর নামের পাশে রাকিব লেখা একই সাথে জরুরি প্রয়োজনে যোগাযোগ নম্বরও রাকিবের।

সুবাহর এই পোস্টে তিনি লিখেছেন, ‘কিছু প্রমাণ দিলাম। জানিনা ঘটনা আসল কি। যাচাই করুন রাকিব ভাইয়াকে ফাঁসানো হচ্ছে এবং হবে। তামিমার পাসপোর্ট ২০১৮ সালের স্বামীর নাম দেয়া রাকিব হাসান। তাহলে ১৬ সালের জাল তালাকনামা আবার কিসের?’

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। কাজ করে একটি বিদেশে এয়ারলাইন্সে।

রাকিব হাসান নামের এক ব্যক্তি তামিমার স্বামী পরিচয় দিয়ে তাকে ডিভোর্স না দিয়ে তামিমা আবার বিয়ে করেছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেন রাকিব। থানায় তামিমার সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা ও তার আট বছরের একটি মেয়ে আছে বলেও জানান।

Related Articles

Leave a Reply

Back to top button